মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বরিশালে আঞ্চলিক পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় চাম্পিয়নশীপে সাতক্ষীরা জেলা চাম্পিয়ন

রিপোর্টারের নাম / ৩৬২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০

ব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৩ টার দিকে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ এর বরিশাল জেলা বনাম সাতক্ষীরা জেলার মধ্যেকার খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি) মোঃ খাইরুল আলম, সহ-সভাপতি বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল, মোঃ আসাদুজ্জামান খসরু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়ার, উভয় দলের কোচ, ম্যানেজার, খেলোয়ার, রেফারি ধারাভাষ্যকার এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। খেলার শুরুতে প্রধান অতিথি উভয় দলের ক্যাপ্টেন, খেলোয়াড়, টিম ম্যানেজার, রেফারিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে উভয় দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। গত ১৭ জানুয়ারি ২০২০ তারিখ থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ২০২০ এর খেলা। এ উপলক্ষে আজকে আঞ্চলিক পর্যায়ের খেলায় সাতক্ষীরা জেলা ১-০ গোলে বরিশাল জেলা কে পরাজিত করে জয়লাভ করেন। পরে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর