মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

বরিশালে দুই দিনব্যাপি তথ্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম / ১২৯ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০

আজ ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায়, সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল এর উদ্যোগে এবং জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায়। অশ্বিনী কুমার হলে ০৪ ও ০৫ ফেব্রুয়ারি ২০২০ দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন ঘোষণা করেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল প্রফেসর শাহ সাজেদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, নির্বাহী পরিচালক ম্যাপ শুভঙ্কর চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সচেতন নাগরিক কমিটি সনাক এবং ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বক্তব্য রাখেন ইয়েস সহসমন্বয়ক মেহেদী হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য সাইফুর রহমান মিরণ। অতিথিরা তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতিবিরোধী চিত্রাংকন প্রতিযোতিা অনুষ্ঠিত হয়। এছাড়াও দুইদিনব্যাপী মেলায় রয়েছে প্রাতিষ্ঠানিক তথ্য ভান্ডার ও ডকুমেন্টারি উপস্থাপন, সনাক এর ইয়েস গ্রুপ কর্তৃক পরিচালিত স্টল থেকে তথ্য অধিকার আইন সম্পর্কে ধারণা প্রদান, দুর্নীতিবিরোধী কুইজ, বিতর্ক প্রতিযোতিা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় ১৫ টি স্টল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর