বরিশালে ট্রাক ভর্তি ৭৩৬ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক ২
বরিশালে অভিযান চালিয়ে ৭৩৬ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল ও মিটি ট্রাকসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকাল সোয়া ৯টার দিকে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডস্থ রূপাতলী এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।
নিষিদ্ধ কারেন্ট জালের অবৈধ বাজার মূল্য সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা হবে ধারণা পুলিশের। আটককৃতরা হল- মোঃ হাবিবুর রহমান বেপারী (৩২) ও মোঃ রনি শেখ (২৫)।
পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফিরোজ আল মামুনের নেতৃত্বে এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোষ্ট বসিয়ে একটি হলুদ রংয়ের মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৫-৪২৬২) থামানোর জন্য সংকেত দেয়।
এসময় দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। পরে ট্রাকে তল্লাশী করে ধানের কুড়ার নিচে প্লাস্টিকের ১৯টি বস্তা ভর্তি ৭৩৬ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেন তারা।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে ১৯৫০ সনের মৎস্য সংরক্ষণ আইন ৫(২) (ক)/৫(২) (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।