বরিশালে পলাশপুরে ৬ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রদত্ত কম্বল আজ বরিশাল মহানগরীর পলাশপুর বস্তিবাসীর মধ্যে ৬ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টার দিকে, জেলা প্রশাসন বরিশালের আয়োজনে।
হাজী দলিলউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে, পলাশপুর বস্তির ৬ শতাধিক বস্তিবাসীর দুস্থ আসহায় সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসির উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, সভাপতি তাঞ্জিল ইসলাম শুভ, এসএনডিসির সদস্যরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রম স্বেচ্ছায় শ্রম দিয়ে সহযোগিতা করবেন স্বেচ্ছাসেবী সংগঠন এসএনডিসি ও আভাসের সদস্যরা।