বরিশালে মুজিব শতবর্ষ উপলক্ষে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টার দিকে, জেলা ক্রীড়া অফিস বরিশাল এর আয়োজনে। জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ মোঃ শাহ আলম। বিশেষ অতিথি উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার। সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার বরিশাল হোসাইন আহমেদ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন অটিস্টিক ছেলে মেয়ে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে অটিস্টিক ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরেই বিজয় সহ অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল।