বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

বরিশাল বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম / ১২৮ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০

আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে, বিভাগীয় প্রশাসন বরিশালের অয়োজনে। মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় ও এটুআই এর সহযোগিতায়। অশ্বিনী কুমার হলে বরিশাল বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় মোঃ আবদুল কাইউম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান, উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয় মেহেদী উল শহিদ, উপ-পরিচালক, কর্মচারী কল্যাণ বোর্ড বরিশাল, মোঃ সোহরাব হোসেন, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন জেলা উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে তার ইনোভেশন শোকেসিং এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে ইনোভেশন শোকেসিং স্টলের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। পুরস্কার বিজয়ীরা হলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ও নৈতিকতা সমৃদ্ধ এবং দেশপ্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরি করা বিষয়ক ইনোভেশন শোকেসিং প্রথম স্থান অধিকার করেন। উপজেলা নির্বাহী অফিসার পটুয়াখালী সদর পটুয়াখালী। উন্নয়ন আশ্রয়ন গড়ি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করি বিষয়ক ইনোভেশন শোকেসিং দ্বিতীয় স্থান অধিকার করেন। মোছাঃ খালেদা খাতুন রেখা, উপজেলা নির্বাহি অফিসার কাউখালী পিরোজপুর। মা ইলিশ রক্ষায় বেতাগী মডেল বিষয়ক ইনোভেশন শোকেসিং তৃতীয় স্থান অধিকার করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা বেতাগী বরগুনা। স্বাবলম্বীভাবে পড়তে পারা সপ্তাহের সেরা শিক্ষার্থী বিষয়ক ইনোভেশন শোকেসিং চতুর্থ স্থান অধিকার করেন। চৌধুরি রওশন ইসলাম উপজেলা নির্বাহি অফিসার আগৈলঝাড়া বরিশাল। ইউএনও অফিসের ডিজিটাল কর্ণার স্থাপনের মাধ্যমে ওয়ানস্টপ সার্ভিস চালুকরণ বিষয়ক ইনোভেশন শোকেসিং পঞ্চম স্থান অধিকার করেন। উপজেলা প্রশাসন আমতলী বরগুনা। অনুষ্ঠানে বিভিন্ন জেলা ও উপজেলা ২০টি ইনোভেশন শোকেসিং এর স্টল ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর