বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

বরিশালে সরস্বতী পূজা পরিদর্শন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান

রিপোর্টারের নাম / ১২০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের ন্যায় বরিশালেও উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। আজ ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নগরীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি আমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ল কলেজ এবং সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় নিরুপম মজুমদারসহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়া-মহল্লায় পূজা শুরু হয়েছে। ভক্তরা সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন পুরোটা বছর যেন তারা নির্বিঘ্নে এবং মনোযোগ সহকারে জ্ঞান আহরণ করতে পারে এবং শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে ভালো ফল করতে পারেন এ কামনা করে দেবীর কাছে। সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সরস্বতী পূজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর