বরিশালে আইএইচটির ৪ শিক্ষার্থী বহিষ্কার
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, বরিশালের আবাসিক হলসন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজির (আইএইচটি) চার ছাত্রকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা কার্যক্রম থেকেও বিভিন্ন মেয়াদে তাদের বহিষ্কার করা হয় বলে প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ওই শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত জানায় কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন রেডিওলোজি বিভাগের দেবজিত বিশ্বাস ও সৈকত বিশ্বাস, ডেন্টাল দ্বিতীয় বর্ষের মো. ইমন এবং ফার্মেসি বিভাগের পিয়াস চন্দ্র রুড়ি।
এদের মধ্যে দেবজিত ও ইমনকে শিক্ষা কার্যক্রম থেকে এক বছরের জন্য এবং সৈকত ও পিয়াসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়।
বিষয়টি রিশ্চিত করে ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম জানান, আবাসিক হলে অবস্থানকালে বহিষ্কৃতরা দুটি বিবদমান গ্রুপ হয়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে। গত ২৩ জানুয়ারি রাতে এরা সালাউদ্দিন নামের এক ছাত্রকে হোস্টেলে মারধর করে ও একটি কক্ষে আটকে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পরে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।