বরিশাল নগরবাসীর নিরাপত্তায় চালু হলো বিএমপি পুলিশের অত্যাধুনিক কন্ট্রোলরুম
বরিশাল নগরীর সর্বসাধারণের নিরাপত্তা ও সেবার মান আরও বেগবান করার লক্ষে অদ্য ২৮ই জানুয়ারী বিএমপি সদর-দপ্তর বরিশালে অত্যাধুনিক কন্ট্রোলরুম উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।
পুলিশ কমিশনার বিএমপি বলেন, উন্নয়নের স্রোতে পিছিয়ে যাওয়ার সুয়োগ নেই ,গোটা নগরীর নিরাপত্তার চাদর নিশ্চিত তথা অপরাধির গতিবিধি নজরদারি করা সহ প্রযুক্তিগত তথ্য সংগ্রহের দ্বারা সেবার মান বৃদ্ধির জন্য এই স্মার্ট কন্ট্রোলরুম ।
এসময়ে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার ( নগর বিশেষ শাখা) বিএমপি জুলফিকার আলী হায়দার ,উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ্,উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড দক্ষিণ) বিএমপি মোঃ জাহাঙ্গীর হোসেন মল্লিক ,উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা , উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি খাঁন মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস্টেট এন্ড পিএমটি রুনা লায়লা ,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ রেজাউল করিম,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা মোঃ মাহাবুবুর রহমান (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ফোর্স) বিএমপি মোঃ আব্বাসউদ্দীন,সহকারী পুলিশ কমিশনার ( ট্রান্সপোর্ট এন্ড এয়ারপোর্ট থানা) বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম,সহকারী পুলিশ কমিশনার ( প্রসিকিউশন এন্ড ক্রাইম) বিএমপি মোঃ মতিউর রহমান, সহকারী পুলিশ কমিশনার কমিউনিটি পুলিশিং নাসির উদ্দিন মল্লিক ,সহকারী পুলিশ কমিশনার ডিবি নরেশ কর্মকার,সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বিএমপি মোঃ ফায়জুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।