বরিশাল সরকারি জিলা স্কুলের ১৬৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪ টায়, বরিশাল সরকারি জিলা স্কুল এর আয়োজনে। বিদ্যালয় প্রাঙ্গণে, জিলা স্কুলের ১৬৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বরিশাল সরকারি জিলা স্কুল বিশ্বনাথ দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাহবুবা হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
আজ সকাল ৯ টায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এ সময় তার সাথে অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।