বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

বরিশালে সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার

রিপোর্টারের নাম / ৪১২ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ জুন, ২০১৯

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন হাওলাদার (৪৫) নামে এক পলাতক আসামিকে ২১ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে উপজেলার দেহেরগতি ইউনিয়নের চরসাধুকাঠী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর উপজেলার কেদারপুর গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিবকর চন্দ্র দাস বাংলানিজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চরসাধুকাঠী গ্রাম থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। দণ্ডিত হওয়ার পর তিনি কিছুদিন ঢাকায় পালিয়ে ছিলেন। পরে কেদারপুর গ্রামে এসে বসবাস শুরু করেন এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার (৭ জুন) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১৯৯৮ সালে যশোরের অভয়নগর থানায় মাদকসহ ধরা পড়ার মামলায় আদালত জাহাঙ্গীরকে এক বছরের কারাদণ্ড দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর