বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
আজ ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯ টায়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় রুপাতলী বরিশাল এর আয়োজনে। বিদ্যালয় প্রাঙ্গণে, ৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় বরিশাল পাপিয়া জেসমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আবদুর রকির, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা বক্তৃতা প্রদান করেন। বক্তৃতা শেষে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন অতিথিরা।পরে ক্রীড়াবিদদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।