বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন

বরিশালে জেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন টিমের মাঝে জার্সি বিতরণ করেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২০

গতকাল ২৬ জানুয়ারি রবিবার বিকাল ৫ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম বরিশাল মিলনায়তনে। জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর চ্যাম্পিয়ন উজিরপুর এবং বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর চ্যাম্পিয়ন বরিশাল সদর উপজেলা।

গত ২৫ জানুয়ারি উভয় দল চ্যাম্পিয়ান হওয়ায় গতকাল জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে উভয় দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানানো পাশাপাশি উভয় দলের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসম তিনি উভয় দলের জন্য বরিশাল স্টেডিয়ামে প্রাকটিস করার ব্যাবস্থা করে দেন। জার্সি বিতরণ কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা বরিশাল প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর প্রণতি বিশ্বাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, জেলা ক্রীড়া অফিসার বরিশাল হোসাইন আহমেদসহ উভয় দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার, সাবেক বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আজ থেকে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে সেখানে উভয়দল অংশগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর