বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন

বরিশালে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র ১৬৪ তম জন্মদিন উপলক্ষে ০২দিন ব্যাপি অশ্বিনী মেলার সমাপনী

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০

সত্য-প্রেম-পবিত্রতার ধারক এবং বাহক মহাত্মা অশ্বিনী কুমার দত্ত’র ১৬৪ তম জন্মদিন উপলক্ষে। মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ এর আয়োজনে, সরকারি বরিশাল কলেজ প্রাঙ্গনে। আধুনিক বরিশাল এর রূপকার বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ও শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৪তম জন্মদিন উপলক্ষে দুইদিন ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। আজ ২৬ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৬ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপি অশ্বিনী মেলার সমাপনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ বরিশাল দেবাশীষ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার, উপাধ্যক্ষ সরকারি বরিশাল কলেজ বরিশাল প্রফেসর মোঃ নাসির উদ্দিন সিকদার, সংস্কৃতিজন ও সভাপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল অ্যাড. মানবেন্দ্র বটব্যাল। আলোচক কবি ও নাট্যকার অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সহকারী অধ্যাপক ইতিহাস বিভাগ বরিশাল সরকারি মহিলা কলেজ বরিশাল ড. ফাতেমা হেরেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, সভাপতিমন্ডলির সদস্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন শুভঙ্কর চক্রবর্তী, সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আবৃত্তি সংগঠন সমন্বয় পরিষদ আজমল হোসেন লাবু, সহ-সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল মিন্টু কুমার কর।

অনুষ্ঠানে অতিথিরা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তার দীর্ঘ জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে অশ্বিনীর জন্মজয়ন্তী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এবারের অশ্বিনী মেলায় ২৫ টি স্টল বসেছে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর