বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুজয় শুভ ও সদস্য সচিব একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী আলিসা মুনতাজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে ভোলা পটুয়াখালী মহাসড়কের সামনে এসে সমাবেশ করেন তারা।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা আলীম সালেহী, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম জামান, হিসাববিজ্ঞান বিভাগের রাকিব হাওলাদার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের হৃদয় বিশ্বাস প্রমুখ।
বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) রাতে ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে সুজয় বিশ্বাস ও আলিসা মুনতাজ নামে ২ ববি শিক্ষার্থী সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরবর্তীকালে জানা যায়, হামলাকারীরা বিএম কলেজের শিক্ষার্থী।