বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

মেয়র প্রার্থী তাপসের প্রচারনায় বরিশাল মহানগর আওয়ামী লীগ

রিপোর্টারের নাম / ২২৩ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় নেমেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

 

পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ফজলে নূর তাপসের সাথেই দেখা যায় মহানগর আওয়ামী লীগের সদস্যদের।

 

বরিশাল মহানগর আওয়ামী লীগের তথ্য মতে, দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেছে মহানগরের ৩০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

তাঁদের সাথে অংশ গ্রহণ করেছে ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেখ ফজলে নূর তাপস বরিশালের নাতি। পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এর ভাগ্নে।

 

অন্যদিকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র ফুফাতো ভাই।

 

যে কারণে তাপসের জয় নিশ্চিত করা চ্যালেঞ্জ হিসেবে দেখছে মহানগর আওয়ামী লীগ।

 

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক সাদিক ভাই মেয়র হওয়ায় নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছেন না।

 

তিনি আরো বলেন, তার নির্দেশে মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে তাপস ভাইয়ের জন্য নৌকা মার্কার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।

 

টুটুল বলেন, ঢাকায় যে সকল বরিশালের ভোটার রয়েছে তাঁদেরকে টার্গেট করে আমরা নির্বাচনী প্রচারণা করছি।

 

তিনি বলনে, তাপস ভাইয়ের জয় নিশ্চিত করেই আমরা বরিশাল ফিরব ইনশাল্লাহ।

 

উল্লেখ্য, তাপস বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও বেগম আরজু মণির কনিষ্ঠ পুত্র।

 

শহীদ আবদুর রব সেরনিয়াবাতের কন্যা বেগম আরজু মণি। সেই সূত্রে শেখ ফজলে নূর তাপসের নানাবাড়ি বরিশালেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর