শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বরিশালের নতুন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর-আগুন, ৯০০ জনের বিরুদ্ধে মামলা ‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যেসব নেতা জুলাই সনদ স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা জুলাই সনদের দিকনির্দেশনা ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করবে : আলী রীয়াজ গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ : ড. ইউনূস ক্যান্সার দূরে রাখার ৬ উপায়

দেশ থেকে মাদক,সন্ত্রাস জঙ্গিবাদকে নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে-বাবুগঞ্জে ডিআইজি শফিকুল ইসলাম

রিপোর্টারের নাম / ৩০৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২২ জানুয়ারি, ২০২০

শামীম আহমেদ ॥

বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেছেন, মাদক ব্যবসায়ী, এর পুঁজিদাতা, আশ্রয়দাতা, দালাল,তদবিরবাজ কাউকেই আমরা ছাড় দেব না। তিনি বলেন থানায় আগত মানুষের প্রতি সদয় হতে হবে, আগত কোন ব্যক্তি যেন সেবা না নিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখেতে হবে। মনে রাখতে হবে থানাই হবে সাধারণ মানুষের আশ্রয়স্থল। কোন মাদক ব্যবসায়ীকেই ছার দেওয়া হবে না, পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে জড়িত থাকে সে ক্ষেত্রে প্রমাণ পেলে তাকে চাকুরিচ্যুত এমনকি তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি হুঁশিয়ারি প্রদান করে বলেন পুলিশের অন্যায় অচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

মঙ্গলবার সকাল ১১ টায় বরিশালের বাবুগঞ্জ থানা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন, সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করা যায় তাহলে সবার সম্বন্নিত প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দূর করা সম্ভব হবে। ডিআইজি বলেন, দেশে জঙ্গিবাদ যেভাবে মাথাছাড়া দিয়ে উঠেছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে, তবে একেবারে নির্মুল হয়নি। জঙ্গিবাদকে নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে জঙ্গিবাদকে প্রশ্চয় দেওয়া যাবেনা সে ব্যাপারের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম বার)’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ’র সঞ্চালনায় ও ওসি মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য ডিআইজি শফিকুল ইসলাম এ সব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অবদুর রকিব, ফয়েজ আহম্মেদ, ইউএনও সুজিত হাওলাদার,জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এসএম ইকবাল,সম্পাদক কেএসএম মহিউদ্দিন মানিক,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা মু.আক্তার-উজ-জামান মিলন, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার,দেহেরগতি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী,বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, শ্রমজীবী, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, উপজেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর