বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

বরিশালে র‌্যাবের হাতে জেএমবির সদস্য আটক

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০

বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে জেএমবির সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল । আজ শনিবার (১৮ জানুয়ারী) দুপুর সোয়া ১ টায় তাকে আটক করা হয় বলে মেইল বার্তায় জানিয়েছে র‌্যাব-৮।

 

আটককৃত হলেন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার সলদী গ্রামের কাজী মোঃ আলমগীর হোসেন পুত্র কাজী মোঃ আল ইমরান হোসেন (২৭)।

 

র‌্যাবের মেইল বার্তায় আরো জানা গেছে কাজী মোঃ আল ইমরান হোসেন জেএমবি’র একজন দাওয়াতী সদস্য।

 

তিনি বরিশালের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি এবং এইচএসি পাশ করে। তারপর ২০০৯ সালে ঢাকায় প্রাইভেট ইউনিভার্সিটি হতে স্নাতক পাশ করে।

 

আটককৃত আল ইমরান স্থান এবং সময় ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশা গ্রহন করে। ঢাকায় লেখাপড়া করাকালীন শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রাণিত হয় এবং বিভিন্ন জায়গায় ছদ্মবেশে গোপনে দাওয়াতী কাজ পরিচালনা করে।

 

সে দাওয়াতী কাজ পরিচালনার জন্য ঢাকা, ভোলা, ফরিদপুর,রাজবাড়ী, মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে।

সে নিষিদ্ধ সংগঠন জেএমবি দাওয়াতী শাখার একজন সক্রিয় সদস্য। বর্তমানে সে তার নিজের সংগঠনের কার্যক্রমের আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর