নারী-পুরুষ-হিজরা সকলের সমান অধিকার, সকলেই এ দেশের সমান নাগরিকঃ পুলিশ কমিশনার বিএমপি
বরিশাল নগরীতে হোটেল এড়িনাতে ইউএসএআইডির সহযোগিতায় “বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার” কর্তৃক আয়োজিত বিএমপি তথা হিজরাদের নিয়ে অনুষ্ঠিত “পরামর্শক সভায়” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বিএমপি বলেন, থার্ড জেন্ডারদের সমাজ সহজভাবে গ্রহণ করে না বলেই, অনিচ্ছা সত্ত্বেও জীবিকার তাগিদে তাঁরা অগ্রহণযোগ্য কাজ করতে চেষ্টা করে। মানুষ সৃষ্টির সেরা, নারী-পুরুষ-হিজরা সকলের সমান অধিকার, সকলেই এ দেশের সমান নাগরিক।সকলের আন্তরিক সহানুভূতি পেলে তাঁরাও এ সমাজে স্বাবলম্বী হওয়ার যোগ্যতা অর্জন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ নগর বিশেষ শাখা সালেহ উদ্দিন, কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস্টেট এন্ড পিএমটি রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার এন্ড কাউনিয়া জোন) বিএমপি মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ ফাইজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।