বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা।
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ১১ জানুয়ারি শনিবার সকাল ১১ টায়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগীতায়, উপজেলা প্রশাসন বরিশাল সদর উপজেলার আয়োজনে। সার্কিট হাউজ বরিশাল থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় দিকে হাজার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত, বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিদাস শিকারি, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর রেহানা বেগম, সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদা, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মোখলেসুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলুসহ আরো উপস্থিত ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বীরমুক্তিযোদ্ধা বৃন্দ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুধী, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। সেখানে অতিথিরা বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সেখানে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।