বরিশালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
অসহায় শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে পাওয়া শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন জেলা প্রশাসন। নগরীর বগুড়া রোডের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মহানগর এলাকায় দুইশ’ শীতার্ত মুক্তিযোদ্ধার মাঝে শীতবস্ত্র বিতরন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন। জানা গেছে, মহানগর এলাকা ছাড়াও জেলার ১০ উপজেলার একশ’ মুক্তিযোদ্ধাকে কম্বল বিতরণ করা হয়। এর আগেও মহানগর এলাকার মুক্তিযোদ্ধাদের মাঝে দুইশ’ কম্বল বিতরন করা হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার সকালে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ব্যক্তিগত অর্থায়নে জেলার গৌরনদী উপজেলার তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেন গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার। এসময় অন্যান্যদের মধ্যে পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু সরদার, পৌর যুবলীগ নেতা রাসেল হাওলাদার, নান্টু হাওলাদার, মাওলানা রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।