বরিশালে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ।
৮ জানুয়ারি বুধবার বিকাল ৪ টার দিকে, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ও সমাজসেবা অধিদফতর রুপাতলী বরিশাল এর আয়োজনে। মিশনারিজ অব চ্যারিটিজ এর সহযোগিতায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসি শিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সুধী জন এস এম ইকবাল, উপ-প্রকল্প পরিচালক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র বাসুদেব দেবনাথ, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, মিশনারিজ অব চ্যারিটিজ মিস্টার অক্সিলিয়াসহ পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারি ও শিশু নিবাসের শিশুরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দরা সংক্ষিপ্ত এক আলোচনা পরে। ২০০ জন শিশু নিবাসিদের শিশুদের মাঝে কম্বল এবং শীতের পোষাক বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।