বরিশাল প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেয়র সাদিক
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কালীবাড়ি রোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ইসমাইল হোসেন নেগাবান, নুরুল আলম ফরিদ, কাজী মেহেরুন্নেসা বেগম, এম এম আমজাদ হোসাইন, তপংকর চক্রবর্তী, সুখেন্দু এদবর, দেবাশীষ চক্রবর্তী, মোশাররফ হোসেন, শাহজাহান হাওলাদার, জাকির হোসেন, সুমন চৌধুরী, কাজী আনোয়ার পাভেজ রানা, এম মিরাজ হোসাইন, খান রফিক, সাইদ পান্থ, জিয়া উদ্দিন বাবু, কাওসার হোসেন, জুয়েল রানা, এম সালাউদ্দিন, রেদোয়ান রানা প্রমুখ।