বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

বরিশালে পাবলিক প্লেসে ধুমপান করায় ১০ জনকে জরিমানা

রিপোর্টারের নাম / ১৬২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০

বরিশালে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা অভিযানে নেতৃত্ব দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা বার্তা২৪.কমকে বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে ও এর আশপাশের এলাকায় অভিযান চালানো হয়।

এসময় পাবলিক প্লেস, গাড়ি চালানো অবস্থায় এবং পাবলিক পরিবহনে ধূমপানের দায়ে ১০ জনকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।পাশাপাশি গাড়ি চালনা অবস্থা থেকে শুরু করে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে তামাকজাত পণ্যের ব্যবহার ও বিজ্ঞাপন প্রদর্শন করতে সংশ্লিষ্ট সবাইকে নিরুৎসাহিত করা হয়।

দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান যে, প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে তামাক নির্মূলের যে ঘোষণার দিয়েছেন তার বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর