‘আইজিপি ব্যাজ’ পেলেন বরিশাল বিমান বন্দর থানার ওসি (তদন্ত) শাহ্ মোঃ ফয়সাল আহমেদ
কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র বিমান বন্দর থানা পুলিশ পরিদর্শক,ওসি (তদন্ত) শাহ্ মোঃ ফয়সাল আহমেদ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় রাজার বাগ পুলিশ লাইনসে এ পুরস্কার প্রদান করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) শাহ্ মোঃ ফয়সাল আহমেদ জানান, কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ তার এ পুরস্কার প্রাপ্তিতে পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরো বাড়িয়ে দিবে। এ পুরস্কারকে পুঁজি করে আগামীতে আরো ভালো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তার এ পুরস্কার প্রাপ্তির জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে, একজন চৌকস কর্মকর্তা হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার প্রাপ্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তারা বিমান বন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) শাহ্ মোঃ ফয়সাল আহমেদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।