বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন

‘আইজিপি’ পদক পেলেন বিএমপির নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার সালেহ উদ্দিন

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০

কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পেলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ (বিএমপি)’র নগর বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) সালেহ উদ্দিন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১ টায় রাজার বাগ পুলিশ লাইনসে এ পুরস্কার প্রদান করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিসি) সালেহ উদ্দিন জানান, কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতি স্বরুপ তার এ পুরস্কার প্রাপ্তিতে পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরো বাড়িয়ে দিবে এ পুরস্কারকে পুঁজি করে আগামীতে তিনি আরো ভালো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, একজন চৌকস কর্মকর্তা হিসেবে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার প্রাপ্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপ-পুলিশ কমিশনার (ডিসি) সালেহ উদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর