বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

মাদক রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো এই স্লোগান নিয়ে আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টায়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল এর আয়োজনে, সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতি

রিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন এএফ ডব্লিউসি, পিএসসি মোঃ কর্ণেল বাইক, ডিআইজি প্রিজন বরিশাল বিভাগ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন মোঃ ইসরাইল, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল হাফিজুর রহমান, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, সিনিয়র সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে এক আলোচনা সভায় অতিথিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তাদের বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা কেক কেটে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালি বের করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর কার্যালয়ে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর