বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন

বরিশালের জাদু শিল্পীর সম্মাননা অর্জন

রিপোর্টারের নাম / ১২০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২০

জাদু শিল্পী এমআর মহসিন জাদু বিদ্যায় বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এমআর মহসিন জেলার গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের বাসিন্দা।

জানা গেছে, চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ জাদু উন্নয়ন পরিষদের আয়োজনে সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বিশ্ব নন্দিত জাদু শিল্পী জুয়েল আইচ গত ৩১ ডিসেম্বর রাতে অনারম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এমআর মহসিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিয়েছেন।

 

 

অনুষ্ঠানে ৪০টি জেলার জাদু শিল্পী ও ভারতের প্রখ্যাত জাদুশিল্পী শিবেন্দ্র নাথ, এস. লাল, জাদু কন্যা প্রিয়াঙ্কা, বাংলাদেশের খ্যাতনামা জাদুশিল্পী প্রিন্স হারুন, বাসেদ মাহমুদ, এইচআর বিজয়, যুবরাজ স্বপন দিনার, প্রিন্স ইমাম, তরিকুল ইসলাম, জাদুকর রকি, কামাল, এনামুল, জাদুকন্যা তানিয়া অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশী-বিদেশী জাদু শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শন করা হয়। শেষে জাদু প্রদর্শনে প্রশংসনিয় ভূমিকা রাখায় এমআর মহসিনকে ২০১৯ সালের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর