বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৬৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

জেলা প্রশাসন বরিশালের সরাসরি তত্বাবধানে পরিচালিত বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। আজ স্কুলের ২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। বাংলা ভার্শনে প্লে-নার্সারি থেকে নবম শ্রেণি এবং ইংরেজি ভার্সনে প্লে-নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। প্রতিটা শ্রেণীতে উল্লেখ করার মতো শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি প্রতিটা শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রসান্ত কুমার দাস, অধ্যক্ষ প্রফেসর খন্দকার অলিউল ইসলাম, উপাদক্ষ প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য। জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজকে একটি আধুনিক মানের সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে, যার ফলশ্রুতিতে অন্যান্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তির চাপ কমাতে এই স্কুল ভূমিকা রাখতে পারে। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে নেয়া হয়েছে নানা ধরনের কর্মসূচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর