দেশের মানুষ আজ অশান্তিতে রয়েছে : সরোয়ার
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান সরোরয়ার বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে যা খুশি তাই শুরু করেছেন, আজ দেশে গণতন্ত্র নেই, সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছেন, দেশের মানুষ আজ অশান্তিতে রয়েছে।
আজ সোমবার সকালে বরিশাল বিএনপির কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে গণতন্ত্র হত্যা দিবস পালনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় প্রবীণ বিএনপির নেতা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির সহ-সভাপতি আলী হায়দার বাবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম তারিন, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল আহসান রতন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে প্রতিবাদ সমাবেশ করে বরিশাল জেলা বিএনপি।
এতে সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোটেক আবুল কালাম শাহীন। বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন,জেলা যুবদল সভাপতি এ্যাড, পাভেজ আকন বিপ্লব,সদর যুবদল সভাপতি কবীর হোসেন,বরিশাল,জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু প্রমুখ।
এর পূর্বে মহানগর বিএনপি ও জেলা বিএনপির সকল প্রর্যায়ের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারন করেন।