বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. নজিবুর রহমান ৩১ ডিসেম্বর থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

এখন নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন আহমদ কায়কাউস।

রাষ্ট্রীয় মর্যাদাক্রম বিন্যাসের (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬) দ্বাদশ অবস্থানে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব।

বিন্যাসের দ্বাদশ অবস্থানেই মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের মাঝামাঝি অবস্থানে রয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।

আহমেদ কায়কাউস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর