বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

বরিশালে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের ঋণ এবং আর্থিক সহায়তা বিতরণ।

রিপোর্টারের নাম / ১০৫ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

আজ ২৯ ডিসেম্বর রবিবার দুপুর ১২ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সম্মেলন কক্ষে। ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের ২০১৮-২০১৯ অর্থবছরের ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল মোঃ আলম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সিনিয়র জেল সুপার বরিশাল কেন্দ্রীয় কারাগার, প্রশান্ত কুমার বণিকসহ ইমাম ও মুয়াজ্জিন বৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা ইমাম ও মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের ২০১৮-১৯ অর্থবছরের ঋণ বিতরণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক বরিশাল ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঋণের অর্থ ও আর্থিক সহযোগিতা অর্থ বিতরণ করেন। ১৫ জন ইমাম ও মুয়াজ্জিনদের প্রত্যেক কে ১২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকার ঋণ দেয়া হয়। এছাড়া ২০ জন ইমাম ও মুয়াজ্জিনদের প্রত্যেক কে ৫ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর