মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

বরিশালে ‘এবিডিইসি’ নামের সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

রিপোর্টারের নাম / ৩৩৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

শিশু বিকাস এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করার লক্ষ নিয়ে ‘এ্যাসোসিয়েশন অব বরিশাল এক্স ক্যাডেট’ এর নীতিমালা কার্যকর কমিটি ২০১৯ গঠন করা হয়েছে। মঙ্গলবার নগরীর রুপাতলী হাউজিং-এ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।

 

 

বরিশাল ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী যারা বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি এবং বেসরকারি পর্যায়ে গুরুত্বপুর্ন দ্বায়ীত্ব পালন করে আসছে, সে রকম ব্যাক্তিবর্গের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক যথাক্রমে ফারক আহম্মেদ এবং আসিফ মইনুর চৌধুরী।

 

 

সিনিয়র সহঃ সভাপতি- মাহাবুব হাসান রাফি, ও কাজি মনিরুল হাসান। সহঃ সভাপতি- তিনজন যথাক্রমে শফিকুল ইসলাম,শফিউল্লাহ স্বপন ও রুবাইয়া মনজুর। তিনজন যুগ্ন সম্পাদক- যথাক্রমে হাসান মাহমুদ,গোলাম সরোয়ার রিন্টু ও ফাহিমা কেয়া।

 

 

জিএএম আলি রেজা কোষাধ্যক্ষ। সাংগঠনিক সম্পাদক- মোঃ মাসুদুর রহমান,সহঃ সাংগঠনিক সম্পাদক- আমিমুল এহসান, দপ্তর সম্পাদক- সাজেদ তুহিন,সহঃ দপ্তর সম্পাদক-মুস্তাকিম মান্নান নাফিস,প্রচার সম্পাদক- মেহেদি হাসান,সহঃ প্রচার সম্পাদক- তাহমিদুর রহমান,ক্রীড়া সম্পাদক-রেজা তাইমুর মাহমুদ,সহঃ ক্রীড়া সম্পাদক-রেদওয়ানুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক-অনিকা তাসমিয়া সেজুতি,সহঃ সাংস্কৃতিক সম্পাদক-হাসান মুহম্মদ রাফি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক-সাবিত বিন হাসান, সহঃ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক- তরিকুল ইসলাম মেরাজ,ফটোগ্রাফি বিষয়ক সম্পাদক- জুবায়েরুল হাসান, সহঃ ফটোগ্রাফি বিষয়ক সম্পাদক- রাইয়ান ইসলাম, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক-আহসান উজির,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-আদনান

 

 

নুহাস,আপ্যায়ন বিষয়ক সম্পাদক- মায়িশা ফারজানা। সাধারন সদস্যদের মধ্যে রয়েছেনঃ রিফাত রহমান, মোঃ সালাউদ্দিন সজল,মাহিনুর ইসলাম,নাঈম শাকির,মশিউর রহমান,সোহানুর রহমান। এছাড়া উপদেষ্টা মন্ডলির সদস্যদের মধ্যে রয়েছেন শফিকুর রহমান তরুন, কাজি আনিুসুজ্জামান,শাহীন কবির, ডাঃ রবিন ঘোষ,সালেহ এম শেলী,ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশিদ,কর্নেল আনিসুজ্জামান(প্রিন্সিপাল বরিশাল ক্যাডেট কলেজ),লেঃ কর্নেল গোলাম সাকলায়েন, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ),

 

 

ডা. একেএম সামসুদ্দিন। সংগঠনটির সাধারন সম্পাদক জানান, ইতোমধ্যে নতুন গঠিত এই সংগঠনটি বরিশালে প্রথম বারের মত যেসব কর্মজীবি পিতা,মাতা তাদের কর্মস্থলে অবস্থান করার সময় শিশু সন্তানদের লালন পালনে অপারগ তাদের সুবিধার্থে ইউনিভার্সেল ডে কেয়ার সেন্টার তৈরী করেছে। এছাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয়ে একক এবং কর্পোরেট সামাজিক উন্নয়ন কর্মসুচি শুরু করেছে যা এতদাঞ্চলে ব্যাপক সারা ফেলেছে বলেও জানান তিনি। লি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর