বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পূর্বাহ্ন

সামাজিক আন্দোলনের দ্বারা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারিঃ বিএমপি পুলিশ কমিশনার

রিপোর্টারের নাম / ২৩৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

গত ২৪ ডিসেম্বর সমুদ্র সৈকত কুয়াকাটায় র‍্যাব ফোর্সেস আয়োজিত মাদক বিরোধী বিশেষ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, মাদক এমন একটি বিষ বাষ্প যা গোটা দেশকে পশ্চাতে টেনে নেয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে যে চেতনায় আমরা এ দেশ স্বাধীন করেছি, সেই মুক্তি যুদ্ধের চেতনা বাস্তবায়নে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমরা সামাজিক আন্দোলনের দ্বারা
মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি।

পুলিশ কমিশনার বিএমপি আরও বলেন,এই ম্যারাথন দৌড় সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে নতুন মাত্রা হিসেবে কাজ করবে। সমাজের এই অন্যতম ক্ষত দূর করতে একাত্তরের মতো প্রত্যেক ঘরে ঘরে দূর্গ তৈরির মাধ্যমে মাদক নির্মূল অভিযানে প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে ও মাদকের কুফল সবাইকে জানাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর