সর্বশেষ আপডেট
ঝালকাঠিতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার
ঝালকাঠি শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন।
রোববার (২২ ডিসেম্বর) দিনগত রাতে শহরের লঞ্চঘাট, কলেজ মোড়, মিনিপার্ক, বাসস্ট্যান্ড ও পেট্রোলপাম্প এলাকায় ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান, ওসি (তদন্ত) আবু তাহের মিয়া উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ছিন্নমূল ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় গত কয়েকদিন রাতে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পথেঘাটে শুয়ে থাকা বেশকিছু মানুষকে কম্বল দিয়েছি। তিনি সমাজের বিত্তবানদেরকেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







