সর্বশেষ আপডেট
বরিশালে পূর্বশত্রুতার জেরে দুইশতাধিক করলা গাছ কর্তন
মুলাদীতে পূর্বশত্রুতার জেরে দুই শতাধিক করলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে কে বা কাহারা উপজেলার কাজিরচর ইউনিয়নের নয়াকাজিরচর গ্রামের জিন্নাত আলী হাওলাদারের ২২শতাংশ জমির ২২০টি করলা গাছ কেটে ফেলে।
জিন্নাত আলী হাওলাদার জানান কয়েক মাস আগে তিনি করলা গাছ রোপন করেন এবং গাছগুলি থেকে করলা সংগ্রহ করা শুরু হয়েছিলো। বুধবার রাতে দুর্বৃত্তরা তার সবগুলো করলা গাছ কেটে দিয়েছে।
এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান জিন্নাত আলী। পূর্বশত্রুতার জেরধরে তার প্রতিপক্ষরা এ কাজ করে থাকতে পারে বলে তিনি ধারণা করেছেন।
বিষয়টি তিনি মৌখিক ভাবে মুলাদী থানা পুলিশকে অবহিত করেছেন। উল্লেখ্য ২মাস আগে দুর্বৃত্তরা তাঁর পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলোছিলো বলে জানিয়েছেন জিন্নাত আলী হাওলাদার।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর