বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

বরিশালে গৃহবধুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম / ৯৭ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

মুলাদীতে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের সাইফুল হাওলাদারের স্ত্রী আছিয়া (২৫) এর লাশ বাড়ি থেকে ১০০গজ দূরত্ব থেকে উদ্ধার করা হয়।

 

গৃহবধুর স্বামী সাইফুল হাওলাদার জানান বুধবার দুপুরে খাওয়া দাওয়া করে তিনি বানীমর্দন বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকানে যান।

 

রাত ৮টার দিকে প্রতিবেশীরা তার স্ত্রীকে বাড়ির উত্তর দিকে পড়ে থাকতে দেখে মোবাইল ফোনে তাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং স্ত্রীকে মুলাদী হাসপাতালে নিয়ে আসেন।

 

মুলাদী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মিজানুর রহমান জানান হাসপাতালে নিয়ে আসার আগেই গৃহবধু আছিয়ার মৃত্যু হয়েছে।

 

ধারণা করা হচ্ছে আছিয়া কীটনাশক পান করেছে। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ হাসপাতাল থেকে আছিয়ার লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।

 

এব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর