পটুয়াখালীতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করনে স্মার্ট টিভি উদ্বোধন
পটুয়াখালীতে ডিজিটাল স্মার্ট স্কুল নেটওয়ার্ক প্রকল্পের আওতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সদর উপজেলার ৬২ নং ডিবুয়াপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাধারন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ও প্রশিক্ষনের সমন্বয়ে সমতাভিত্তিক নৈতিকতা সমৃদ্ধ এবং দেশপ্রেমিক দক্ষ মানবসম্পদ তৈরীতে শ্রেনী কক্ষে আধুনিক প্রযুক্তির মধ্যে পাঠদানের জন্য স্মার্ট টিভি উদ্বোধন করেন প্রকল্পের উদ্ভাবক পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, কৃষি কর্মকর্তা মারজিন আরা মুক্তা, সমাজসেবা অফিসার মোঃ মনজুরুল হক কাওসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,
সহকারী শিক্ষক শিরিন সুলতানা, শাহনাজ পারভীন, নাসিমা আক্তার, সাইদাতুন নেছা, শাহিন সুরাইয়া, নাসিমা জেসমিন, কামরুন নাহার, ফারজানা ইয়াসমিন, ফারহানা ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস, মোঃ জাকির হোসাইন, নাদিয়া সুলতানা, জাহানারা বেগম, মনিরা বেগম ও ইসরাত জাহান।