বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

বরিশালের আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯

দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দু-ই মেলে এই স্লোগান নিয়ে আজ ১৮ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায়।জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরিশাল এর আয়োজনে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
উদ্বোধন শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বর প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখান এক আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল রাকি, বরিশাল মেট্রোপলিটন (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ কমিশনার, আকরামুজ্জামান, অধ্যক্ষ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বরিশাল, প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঁইয়া, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বরিশাল, প্রকৌশলী গোলাম কবীরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া টিটিসির শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা আন্তর্জাতিক অভিবাসী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি বরিশাল জেলায় ৪ জন রেমিট্যান্স প্রদান কারিকে ক্রেস্ট এবং সনদ প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর