বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

বরিশালে যথাযথ মর্যাদায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে মানবাধিকার দিবস উদযাপন।

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা এই স্লোগান নিয়ে আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায়। জাতীয় মানবাধিকার কমিশন এর সহযোগিতায়, জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। সার্কিট হাউজ চত্বর বেলুন ফেস্টুন উড়িয়ে মানবাধিকার দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
উদ্বোধন শেষে সার্কিট হাউজ বরিশাল থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল গিয়ে শেষ হয়। পরে সেখান এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বরিশাল মেট্রোপলিটন পুলিশ বরিশাল, মোঃ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার, মোকলেছুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আলম, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা মানবাধিকার দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর