বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

বরিশালে ৪০ হাজার রেণুপোনা উদ্ধার

রিপোর্টারের নাম / ১১৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার তালতলি বাজারে অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস ভাটা মাছের রেণু উদ্ধার করেছে মৎস্য অধিদপ্তর। পরে তা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, স্থানীয় অসাধু জেলেরা ভাটা মাছের রেণু দীর্ঘদিন ধরে নিধন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তালতলি বাজারে অভিযান চালিয়ে চারটি পাতিলে প্রায় ৪০ হাজার পিস ভাটা মাছের রেণু উদ্ধার করা হয়।

 

যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

 

পরে নৌ পুলিশের সহায়তায় নগরীর ডিসিঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে এসব রেণু অবমুক্ত করা হয়েছে। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর