মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা পুরস্কার বিতরণ।

রিপোর্টারের নাম / ২৬৩ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

অভিগম্য আগামীর পথে এই স্লোগান নিয়ে আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সেচ্ছাসেবী সংগঠনসমূহ বরিশাল এর আয়োজনে। জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে, ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসক বরিশালের অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, আল-মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল আবদুর রকির, সহকারী পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ বরিশাল কাজী জাহাঙ্গীর কবির, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজ, নির্বাহী পরিচালক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বরিশাল বদিউল আলমসহ প্রতিবন্ধীরা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলেচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর