সর্বশেষ আপডেট
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে ১ বছরের কারাদণ্ড প্রদান।
বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় সাহেবের চর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শাহাদাৎ হোসেন।
এসময় অভিযান চালিয়ে নিজ ঘরে বসে গোপনে কারেন্ট জাল বিক্রয় করার অপরাধে মোঃ জুয়েল খান (২৬) কে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছে ১ লক্ষ ৩ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(২)(খ) ধারা মোতাবেক ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন র্যাব-৮ সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর