বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

বরিশালে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধন ভূমিসেবা ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম / ১০৭ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

আজ ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অডিটোরিয়ামে। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধন ভূমিসেবা ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব ভূমি মন্ত্রণালয় মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত সচিব (আইন) ভূমি মন্ত্রণালয় আনিস মাহমুদ। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আবদুস ছালাম, জোনাল সেটেলমেন্ট অফিসার বরিশাল মোঃ হাবিবুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মুক্তিযোদ্ধাসহ উপজেলা জেলা ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অতিথিরা ভূমি সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বচ্ছ, দক্ষ, জবাবদিহি ও জনবান্ধন ভূমিসেবা ব্যবস্থাপনা এবং শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় ভূমি সচিব উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠান শেষে ভূমি সচিবসহ অন্যান্য অতিথিবৃন্দরা দুর্গাসাগর দিঘির পরিদর্শন করেন এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর