বরিশাল আইন ছাত্র সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত
বরিশাল বিভাগীয় আইন ছাত্র সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারজানা ববি নাদিরা। আজ বুধবার ঢাকাস্থ কার্যালয়ের সভাপতি মোশাররফ হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক রায়হান হোসেন, তার বাড়ি ঝালকাঠি রাজাপুর উপজেলায়।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে এলএল.বি ও এলএল.এম ডিগ্রি অর্জন করে এখন ঢাকা নিম্ন কোর্টে কর্মরত আছেন।
তাদের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ফারজানা ববি নাদিরাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। তিনি রাজধানীর শাহজাহানপুরস্থ বঙ্গবন্ধু ‘ল’ কলেজ থেকে আইন বিষয়ে লেখা-পড়া শেষ করেন। ফারজানা ববি নাদিরা বর্তমানে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের ইউএনডিপির মানবাধিকার প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।
এছাড়া তিনি ঝালকাঠির জাগো সেন্টার ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।