বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন

পিরোজপুর জেলায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীও মাদক সেবীদের সাথে ডিআইজি’র মতবিনিময় সভা

রিপোর্টারের নাম / ৯৭ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

জেলা পুলিশ পিরোজপুর ও আলোর পথে পিরোজপুর কর্তৃক আয়োজিত বুধবার সকালে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ,বরিশাল রেঞ্জ ।

 

এসময় সভার প্রধান অতিথির নিকট ২৩ জন মাদক ব্যবসায়ী ও সেবী আত্মসর্মপণ করেন। এ সকল আত্মসমর্পণকারীদের ফুল দিয়ে বরণ ও তাদের মধ্যে ১৯ জনকে সেলাই মেশিন ও চা বিক্রির সরঞ্জাম দিয়ে পূর্ণবাসন করেন রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয়। এছাড়া উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ১১৭ জন আত্মসর্মপণকারী সকলের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমাজসেবা কর্মকর্তা, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, সভাপতি ও সাধারণ সম্পাদক, আলোর পথে সহ সুধী সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর