বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে হারানো ব্যক্তিদের স্মরণে হৃদয়ে স্বজন অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯

আমরা যাঁদের হারিয়েছি যাঁদের ত্যাগে এগিয় চলা, তাঁদের স্মরণে হৃদয় স্বজন এই স্লোগান নিয়ে আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার রাত ৭ টায়। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে, অশ্বিনী কুমার হলে হারানো ব্যক্তিদের স্মরণে হৃদয়ে স্বজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ কাজল ঘোষ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এস এম ইকবাল, বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, নাট্যজন সৈয়দ দুলাল, বিশিষ্ট আইনজীবী ও সুধীজন মানবেন্দ্র বটব্যল, সভাপতি খেয়ালী গ্রুপ থিয়েটার অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাধারণ সম্পাদক বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ মিজানুর রহমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও হারানো স্বজনদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে সকলের অংশগ্রহণে হারানো মানুষদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অতিথিরা এবং হারানো স্বজনদের পরিবারের সদস্যদের স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের মাধ্যমে ১৮ জন গুনিজনকে নিয়ে তাদের কর্মময় জীবনী নিয়ে স্মৃতিচারণ মূলক বই বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর