সর্বশেষ আপডেট
শিগগিরই মন্ত্রিসভায় যাচ্ছে গণমাধ্যমকর্মী আইন
![](https://barishal365.com/wp-content/uploads/2019/12/image-108697-1575384022.jpg)
স্বল্প সময়ের মধ্যে ‘গণমাধ্যমকর্মী আইন’ মন্ত্রিপরিষদ সভায় তোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আমরা খুব কম সময়ের মধ্যে মন্ত্রিসভায় গণমাধ্যম কর্মী আইন নিয়ে যেতে পারব বলে আশা করছি। আইনমন্ত্রীর সঙ্গেও সম্প্রচার আইন নিয়ে কথা হয়েছে। তারাও সেটি দ্রুত সময়ের মধ্যে ছাড় করে দেবে।
কবে নাগাদ সম্প্রচার আইন ছাড়া হতে পারে, এ প্রশ্নে মন্ত্রী বলেন, এ মুহূর্তে আমি সময়টা বলতে পারছি না। এটা অনেক দিন ধরে আইন মন্ত্রণালয়ে রয়েছে। আমরা তাদের প্রায় তাগাদা দিচ্ছি। সর্বশেষ কথা হয়েছে, সহসাই দেবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর