মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বরিশালে পার্বত্য শান্তি চুক্তি দিবস উদযাপন

রিপোর্টারের নাম / ২৬২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

বরিশালে পার্বত্য শান্তি চুক্তির ২২বছর পূর্তি উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার বিকেলে সদর রোডস্থ সোহেল চত্ত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ প্রমুখ।

 

এসময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম, সাইদুর রহমান রিন্টু, বিসিসির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত, সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান সহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অংগ সংগঠন, বিভিন্ন ওয়ার্ডের দলীয় কাউন্সিলর বৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়৷ দোয়া মোনাজাত পরিচলনা করেন মাওলানা নুরুর রহমান বেগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর