বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

বরিশালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টারের নাম / ১১৭ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

সকলের হাত পরিচ্ছন্ন থাক এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টায়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। বরিশালের বিভিন্ন উন্নয়ন সংস্থার সহযোগিতায়, জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালি, হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার হল চত্বর থেকে জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমানসহ আমন্ত্রিত অতিথিরা জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল বরিশাল সার্কেল, এস, এম, সহিদুর ইসলাম, সিভিল সার্জন বরিশাল, ডাঃ মনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক সেইন্ট বাংলাদেশ, কাজী জাহাঙ্গীর কবির, বিভাগীয় সমন্বয়ক ইউনিসেফ বরিশাল, এ এইচ তৌফিক আহাম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল, তৌইিদুজ্জামান পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরিশাল সদর মোঃ মোশারেফ হোসেন, আভাসের নির্বাহী পরিচালক, রহিমা সুলতানা কাজলসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিরা জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর